শেয়ার বাজার উঠছে। এখন বুল রান চলছে। মঙ্গলবার প্রথম ৪৪ হাজারের ঘরে সেনসেক্স প্রবেশ করেছিল। তারপর নেমে আসে। শুক্রবার সেনসেক্স দাঁড়ায় ৪৩৮৮২। শিল্পের ঘুরে দাঁড়ানোর খবর ,করোনা প্রতিষেধক কিছু দিনের মধ্যে পাওয়া ,কেন্দ্রের আর্থিক প্যাকেজ সব মিলিয়ে শেয়ার বাজার চাঙ্গা। বিদেশি লগ্নিও আসছে। কিন্তু বিদেশী লগ্নিকারীরা শেয়ার বিক্রি শুরু করলে বাজারে ধস নামতে পারে। বন্ডের ন্যাভ ও বেড়েছে। তবে ইল্ড নামছে। সঙ্গে মূল্যবৃদ্ধিও মাথা ছাড়া দিচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...