তৃণমূলের রাজ্য নেতা ও পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস বিজেপি পশ্চিমবঙ্গে কি কাজ করেছে তা শ্বেতপত্র প্রকাশ করে জানাতে বললেন। সোমবার তিনি শিলিগুড়িতে বলেন উত্তরবঙ্গে ১০ বছরে যা উন্নয়ন হয়েছে তা আগামীতে কেউ করে দেখাতে পারবে না। এখানে সরকার ৯ টি চা বাগান চালু করেছে , আরো পাঁচটি চালুর পথে। । চাশ্রমিকেরা এখন কমপক্ষে দিনে ১৭৬ টাকা মজুরি পান । সরকার থেকে মাসে ৩৫ কিলো চাল বিনামূল্যে দেওয়া হয়। চা সুন্দরী প্রকল্পে প্রত্যেক চা শ্রমিকের বাড়ি তৈরী হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...