খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রবিবার বাইকের ধাক্কায় মোরাঘাট চা বাগানে লেবার ওয়েলফেয়ার অফিসার মারা যানচা বাগান শ্রমিকেরা অফিসারের দেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘন্টা অবরোধ চলে। আটকে পরে বহু যাত্রী ও মালবাহী গাড়ি। জাতীয় সড়কে যানজট হয়। পুলিশ সূত্রে খবর বাইকচালক আহত হয়েছেন এবং তার খোঁজ চলছে। পুলিশ তদন্ত করছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...