খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বাজারে সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। বুনিয়াদপুর দৈনিক বাজারে আলু ৪০ টাকা প্রতি কেজি , পেয়াঁজ ৪৫ টাকা , করলা ৭০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা , আদা রসুন ১৬০টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলেন তারা কিষান মান্ডি থেকে বেশি দামে মাল কিনছেন। দাম বাড়ার ব্যাপারে তাদের হাত নেই। গঙ্গারামপুরের মহকুমা শাসক বলেন অতিবৃষ্টির জন্য দাম বেড়েছে। দাম কমানোর জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...