খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপির মুখ্যপাত্র সম্বিৎ পাত্র কে নির্বাচন কমিশন দিল্লি বিধানসভা নির্বাচনের ব্যাপারে আদর্শ আচরণ বিধি ভঙ্গের জন্য নোটিশ ধরিয়েছে । নির্বাচন কমিশনের তরফ থেকে দিল্লির সিইও কে নির্দেশ দেয়া হয়েছিল সম্বিৎ পাত্রের বক্তব্য কে পরীক্ষা করে দেখতে ।পরীক্ষার পরে নির্বাচন কমিশন সেই বক্তব্য কে আদর্শ নির্বাচন বিধির তালিকা তে ফেলেছেন ।সম্বিৎ পাত্র বলেছিলেন “যে মানুষরা কাশ্মীরি পন্ডিত দের নিজেদের বাসস্থান ছাড়া করার জন্য দায়ী সেই মানুষরাই ঘরে ঢুকে আপনাকে আঘাত করবে সেই দিনটা খুব বেশি দূরে নেই “।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...