খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:একদিকে টানা লোকসান সঙ্গে রক্ষনাবেক্ষনের বিপুল খরচ তাই সব দিক বিচার বিবেচনা করে এ সি বাসগুলির জন্য বেসরকারী সংস্থাকে টিকিট সেলিং এজেন্ট হিসাবে নিয়োগ করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। তাদের হাতে এখন ১৫ টি এ সি বাস আছে। ১২ টি বাস বেসরকারী হাতে দেওয়া হবে। এ জন্য টেন্ডার ডাকা হয়েছে। বাসগুলির দেখাশোনা ও মেরামত বেসরকারি সংস্থা করবে। তবে মালিকানা থাকবে নিগমের হাতে এবং নির্দিষ্ট রুটে বাস চালাতে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...