ভোট আসছে। ভোটারদের মন পেতে এবার সমস্ত সরকারি কাজকর্ম নেপালি ভাষায় করার সিদ্ধান্ত নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ ).এখন থেকে সমস্ত ফর্ম ,আবেদনপত্র,নোটিশ বোর্ড এবং সরকারি অনুষ্ঠানে নেপালি ভাষায় লিখতে হবে। এব্যাপারে নির্দেশ জারি করা হয়েছে এবং দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। জিটিএ র চেয়ারম্যান জানান জনসাধারণের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...