মোটের উপরে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো সাগরদিঘি বিধানসভার উপ নির্বাচন ।বিকাল পর্যন্ত ৭৩.৪৯ % ভোট পড়েছে বলে জানা যাচ্ছে ,প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন ভোট গ্রহণ ভালো হয়েছে ।তবে বিজেপির তরফে একাধিক অনিয়মের অভিযোগ করা হয়েছে ।রাজ্য পুলিশ কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খুটে চায়নি ,সিপিএম নেতা বলেন সাগর দীঘিতে তৃণমূল যে পরাজয়ের আতঙ্কে আছে তা মানুষ বেশ বুঝতে পারছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...