বুধবার সিঁথি থানা এলাকা তে বিটি রোডে একটি চারতলা বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে বাঁধার মুখে পরে ফিরে চলে আসতে হয় পুরসভার বিল্ডিং দফতরের কর্মীদের ।অভিযোগ , সেইখানে ২৫ জন মহিলা বাসিন্দা পুরসভার কর্মি ইঞ্জিনিয়ার দের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।একজন মহিলা নিজের গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করা হয় ,দীর্ঘ ২ ঘন্টা ধরে চেষ্টা করে বেআইনি ভাঙতে না পেরে ফেরত আসেন পুরসভার কর্মিও অফিসারেরা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...