গতকাল সিঙ্গুরে ভোট হলো মোটের উপরে শান্তিপূর্ণ ভাবেই ।সিঙ্গুর নিয়ে তিন পক্ষই আসার বাণী শুনিয়েছেন ভোটার দের ।কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কে সিঙ্গুরের ভোট নিয়ে বিশেষ ঘাম ঝরাতে হয়নি ।সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বেচারাম মান্না বুথে বুথে চক্কর কেটে বেড়িয়েছেন ।রতন পুরে দলীয় কার্যালয়ে বসেই ভোট পরিচালনা করেছেন বর্ষীয়ান নেতা বিজেপির রবীন্দ্র নাথ ভট্টাচার্জি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...