ভোটের দিন শীতলখুচিতে গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় সি আই এস এফ র ৬ জন অভিযুক্ত। সি আই ডির তরফে সোম ও মঙ্গলবারে প্রতিদিন তিন জন করে তাদের ভবানী ভবনে হাজির হওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু তারা ই মেল করে সাত দিন সময় চেয়েছে। তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। এর আগেও তাদের হাজির হতে বললেও তারা আসেননি। তাদের না আসার জন্য তদন্ত এগোচ্ছে না বলে জানা গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...