নীতীশের সঙ্গে জুটি ভেঙে গেছে। সুশীল মোদী আর উপমুখ্যমন্ত্রী নন।গত বিধানসভায় টের দুজনে একসঙ্গে সরকার চালিয়েছেন। এবারে বিজেপি তার ওপর দুজন উপমুখ্যমন্ত্রী চাপিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে নীতীশের সম্পর্ক মধুর নয়। অন্যদিকে সুশীল মোদীকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ তিনি রাজ্যসভার মনোয়নপত্র দাখিল করেন। যেহেতু আরজেডি এখনো প্রার্থী ঠিক করেনি তাই সুশীলের জয় এখন সময়ের অপেক্ষা। নীতীশের আশা রাজ্যসভায় সুশীল ভাল কাজ করবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...