আগামী বছরের গোড়াতেই তিস্তা নদীর ওপর নির্মিত হলদিবাড়ি ও মেখলিগঞ্জ সংযোগকারী জয়ী সেতু মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। কাজের অগ্রগতি দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী সামনের সপ্তাহে কোচবিহার আসছেন। সেতুটি লম্বায় ২.৭ কিমি এবং সেতুতে গাড়ি চলার রাস্তা ৭.৫ মিটার।বর্তমানে সেতুতে আলো লাগানো ও রাস্তায় পিচের কাজ চলছে। সেতু চালু হলে হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জের দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ১২ কিমি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...