খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মতিয়া নদীর উপর সেতুর দাবি দীর্ঘদিনের। সম্প্রতি এই সেতুর শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী নেতা। সেতুর খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এখন ঘুরপথে যেতে প্রায় ৬ কিঃ মিঃ অতিক্রম করতে হয়। এর সঙ্গে হাতিডোবা মোড় থেকে সৈয়দাবাদ বরলাইন পর্যন্ত ১ কিঃ মিঃ রাস্তা বিটুমিনাস করা হবে। এরজন্য ২৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। .দুটি কাজ ই তাড়াতাড়ি শেষ করা হবে বলে জানা গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...