বৃহস্পতিবার মাঝেরহাট সেতু জয়হিন্দ সেতু নাম নিয়ে চালু হয়ে গেছে। ফলে যানবাহনের চলাচলে সমস্যা দক্ষিণ কলকাতা ও দক্ষিন শহরতলীতে অনেকটা মিটেছে বলে মনে করা হচ্ছে।=এদিকে উত্তরে খারাপ কিছু ঘটার আগেই টালা সেতু বন্ধ করে ভেঙে দিয়ে নতুন করে তৈরী করা শুরু হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে সেতু সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। কিন্তু টালা সেতুর বিকল্প সেতুগুলিতে যেহেতু প্রচুর চাপ বাড়ছে তাই চেষ্টা করা হচ্ছে যাতে টালা সেতুর কাজ অন্তত ছয় মমাস আগে শেষ করা যায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...