খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চাবাগানথেকে মুন্সিলাইনে এ যাওয়ার পথে কাঠের সেতুর খুব খারাপ অবস্থা। এবছর টানা বৃষ্টিতে সেতুর একাংশ রাস্তা সমেত ভেঙে গিয়ে যোগাযোগ ছিন্ন হয়েছে। স্থায়ী সেতুর জন্য আবেদন জানিয়ে ও কোন লাভ হয় নি।বাধ্য হয়েই মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই সেতু দিয়েই যাতায়াত করছেন। চাবাগান ম্যানেজার বলেনস্থায়ী সেতু করা খুবই ব্যয়সাপেক্ষ।পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে স্থায়ী সেতুর জন্য বলা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...