খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে একটি হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে। হাতিটির পেটে গভীর ক্ষত থাকায় বনদপ্তরের মতে অন্য দাঁতাল হাতির সঙ্গে লড়াই এ তার মৃত্যু হয়েছে। হাতির মৃত্যুর খবর পেয়ে বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিষ রায় সহ অন্যান্য আধিকারিকেরা ঘটনাস্থলে যান এবং পরে ময়নাতদন্তের জন্য হাতির মৃতদেহটি সোনাখালি ফরেস্টে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত হওয়ার পরেই হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...