খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৭৬০ সালে সোমরা বাজারের আদি পুরুষ কৃষ্ণনগরের রাজার দেওয়ান এই পুজো শুরু করেন ।এই পুজোর বৈশিষ্ট্য হলো দেবী দুর্গার তিন হাত । সারা বাংলায় এর নজির নেই । সেইখানকার জমিদার স্বপ্নে এই নজির পেয়েছিলেন ।দেবী দুর্গার ১০ টি হাত থাকলেও চুল দিয়ে ঢাকা বাকি ৭ টি হাত দেখা যায় না । ৫ খিলানের ঠাকুর দালানে সজ্জিত প্রতিমা ডাকের সাজে সজ্জিত ।মায়ের গায়ের রং অতসী ফুলের চোখ বাঁশপাতার ন্যায় মাকে দোলায় করে প্রতিবার বিসর্জন দেয়া হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...