খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দু কিলোমিটারের ব্যবধানে দুটি স্পিড ব্রেকারের জন্য ৪৮নম্বর এশিয়ান হাইওয়েতে গত ১০ মাসে ৪০ টি দুর্ঘটনা ঘটেছে। স্পিড ব্রেকারে কোন মার্কিং নেই। যদিও হাইওয়েতে স্পিড ব্রেকার বসানোর নিয়ম নেই তবুও বন্য প্রাণীর করিডর থাকায় তাদের জীবন রক্ষার্থে স্পিড ব্রেকার বসানো হয়েছে। জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার জানান যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বোর্ড মিটিং করে স্পীডব্রেকার দুটি তুলে দিতে অনুরোধ করা হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...