শুক্রবার সিআইডির কাছ থেকে শীতলকুচি কাণ্ডে গুলি চালনার ব্যাপারে তদন্তের গতি প্রকৃতি কতদূর এগোলো সেই ব্যাপারে ৫ মে মধ্যে কোর্ট কে জানাতে হবে বলে আদেশ দেওয়া হয় । শীতলকুচি কাণ্ডে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ।মাথা ভাঙা থানাতে গুলি চালানো নিয়ে দায়ের হওয়া অভিযোগ য়ের তদন্ত তা জানতে চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...