গতকাল হাওড়া পুরসভার আনেক্স ভবনের তিন তলা তে কন্ট্রোলার অফ ফিন্যান্স এবং মুখ্য অডিটরের ঘরের সামনে বিক্ষোভ দেখান প্রায় ১০০ জন কর্মী ।তাদের অবসর কালীন বকেয়া পাওনা নিয়ে এই বিক্ষোভ ছিল ।এই বিক্ষোভের ফলে কন্ট্রোলার অফ ফিন্যান্স নিজের ঘরে ঢুকতে পারেননি ।হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক বলেন,এই বিক্ষোভের জন্য পুরসভার কাজ কর্ম থমকে গিয়েছেন সেটা ঠিক নয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...