খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের থেকে দেয়া তথ্যে জানা যাচ্ছে যে হাওড়া তে করোনা সংক্রমণ ক্রমশই উর্ধমুখী ।হাওড়া তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৫০০ কাছাকাছি এদের মধ্যে রয়েছে ৪৮ জন স্বাস্থ্য কর্মী ,৭৫ জন পুলিশ কর্মী এবং ৩০৫ জন পরিযাজয়ী শ্রমিক । জেলা স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা গতকাল থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস ,বাজার,দোকান এবং গণ পরিবহন চালু হয়ে যাওয়াতে সংক্রমণ লাগাম ছাড়া হারে বাড়বে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...