খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: সংক্রমণ বাড়ছে ক্রমাগত।কিন্তু কার ও কোনো ভ্রূক্ষেপ নেই।হরিরাম পুর ব্লকের সব থেকে বড় এই হাট বসে প্রতি শুক্রবার।এ দিন গিয়ে দেখা গেল বহু মানুষের মুখে মাস্কনেই।সামাজিক দূরত্বও কেউ বজায় রাখছেনা।অথচ এই ব্লকের করোনা সংক্রমণ ঊর্ধমুখী।কিন্তু প্রশাসন নির্বিকার।এইভাবে চললে লকডাউন করার প্রয়োজন নেই।হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা রায় এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।হরিরামপুরের বিডি ও শ্রী মানাস বন্দ্যোপাধ্যায় বলেন হাট কর্তৃ পক্ষের এই ব্যাপারে সচেতন তা বৃদ্ধির জন্য দৃষ্টি দেওয়া দরকার।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...