খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হাতির হানায় আংরাভাসা ১ পঞ্চায়েতের বিশাল এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত। প্রতি রাত্রে ডায়ানার জঙ্গল থেকে হাতির পাল হানা দেয় । বেশকয়েক বিঘা জমির ধান হাতির পায়ের তলায় পিষে গেছে। নাগরাকাটার বিধায়ক মঙ্গলবার এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। বনদপ্তরের রেঞ্জার বলেন এই এলাকায় নজরদারি চলছে এবং ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় তার জন্য তারা সবসময় চেষ্টা করেন। তিনি ক্ষতিপূরণের আশ্বাস ও দেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...