খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার রাত প্রায় ৩ টা নাগাদ গরুমারা অভয়ারণ্য সংলগ্ন একটি রিসর্টে একটি দাঁতাল হাতি ঢুকে পরে এবং কিছু কচি সুপারী , নারকেল এবং অন্য্ গাছের ক্ষতি করে। তারপর ট্যাপ কল ভেঙে দিয়ে জল পান করে অন্য আরেকটি গেট দিয়ে বাইরে বনে চলে যায়। রিসর্টে থাকা পর্য্যটকেরা খুব কাছ থেকে জানালা দিয়ে হাতি দেখেন।প্রথমে ভয় পেলেও পরে সবাই খুব খুশি হয়েছেন। এই প্রথমবার হাতি ওই রিসর্টে ঢুকলো এবং খুব একটা ক্ষতি না করেই চলে গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...