খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার মাল ব্লকের কুমলাই চা বাগানে বুনো হাতির দল আটকে পড়ে । হাতির দলকে দেখতে বহু মানুষ ভিড় জমায়। তার মধ্যে কিছু লোক হাতিদের খুব বিরক্ত করে।ফলে বনদপ্তরের কর্মীদের হাতির দলকে সামাল দিতে খুবই সমস্যায় পড়তে হয়। একজন হাতির আক্রমণে আহত হয়েছেন।বনদপ্তর ঘটনার উপর নজর রাখছে এবং আধিকারিক বলেন সন্ধ্যের পর হাতির দলকে আবার তারঘেরা বনে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করা হবে। চা বাগান কর্তৃপক্ষ এ ব্যাপারে খুবই চিন্তিত।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...