শুক্রবার ২ মন্ত্রী সহ ১১ জন বিধায়ক শপথ নিলেন। বিধানসভার নৌশাদ আলী কক্ষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ১১ জনকে শপথ বাক্য পাঠ করান। আজ শিক্ষা ও খাদ্য মন্ত্রী শপথ নেন। ভোটের পর এ মাসে ৬ ও ৭ নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। করোনা ও অন্যান্য কারণে ১২ জন বিধায়ক তখন শপথ নিতে পারেননি। তবে গঙ্গারামপুরের বিধায়ক করোনায় আক্রান্ত হওয়ায় এদিন শপথ নিতে পারেন নি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...