খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:ননদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মৃত্যুর ১৪ ঘণ্টা পরেও পড়ে রইল স্বামীর মৃতদেহ। রবিবার এমনই অমানবিক ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া এলাকায়। মৃতের নাম সন্তোষ সরকার(৫১)। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।সন্তোষবাবু রাত ৯ টা নাগাদ মারা যান। এরপর তাঁর সাত বিঘা জমি ও বাড়ির সম্পত্তির ভাগ কে নেবে এই নিয়ে শুরু হয় দুই ননদ ও স্ত্রীর মধ্যে বচসা। সারারাত ধরে মৃতদেহ উঠানে রেখে চলে কথা কাটাকাটি, ঝগড়া। সকাল হলেও মৃতদেহ রেখে দেওয়া হয়। প্রতিবেশীরা এসে দুই পক্ষের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে আলোচনা করেন তাতেও কোনও সুরহা হয় না। সকাল ১১টা পর্যন্ত মৃতদেহ ঘরেই পড়ে থাকে। খবর পেয়ে হিলি থানার ওসি তাসি শেরপা ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিস।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...