খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :টানা ৬ মাস বন্ধ থাকার পর আগামী ২ রা অক্টোবর খুলতে চলেছে রসিকবিলের দরজা। তবে সংক্রমণ রুখতে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রধান ফটকে সমস্ত দর্শকদের থার্মাল স্ক্রিনিং করা হবে এবং সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ১৭ ই মার্চ থেকে এই পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যায়। এই ৬ মাস শুধু কর্মীরাই প্রাণীদের দেখা শোনা করেছেন। স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তে খুশি হয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...