খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:২১ জুন ২০১৫ সালে সর্ব প্রথম বার যোগা দিবস পালন করা হয়ে। এই বিষয়ে আয়ুশ মন্ত্রণালয় ভারতে প্রয়োজনীয় ব্যবস্থা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ৮৪,৯৮৫ জন, ৮৪ টি দেশের উত্তরাধিকারী, নয়াদিল্লির রাজপথে ৩৫ মিনিটের জন্য ২১টি আসন (যোগব্যায়াম) করেছিলেন। এই দিনটি সারা বিশ্বে এক লাখের ও বেশি মানুষ পালন করেছিলেন।গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডার খাতায় এই দিনে দুটি রেকর্ড তোলা হয়ে। এক হলো এই দিনে ৩৫,৯৮৫ লোকজন একসাথে যোগ ব্যাম করেন ও অপরটি হলো একসাথে ৮৪ টি দেশ এই দিন একসাথে অংশ গ্রহণ করে। সান ফ্রান্সিসকোতে, এই দিনে যোগব্যায়াম অনুশীলন করার জন্য মারিনা গ্রিন পার্কে ৫০০০ জন অংশগ্রহণকারী জমায়েত হয়েছিল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...