২০১৯ সালে রেলওয়ে বাজেট

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:২০১৯  সালে  রেলওয়ে  বাজেট  কে  সতন্ত্র  ভাবে  পেশ  করা  হয়নি। ভারতের  অর্থমন্ত্রী  নির্মলা  সীতারমন   রেলওয়ে  প্রসঙ্গ  বলতে  উঠে  বলেন  রেলওয়ের  বাজেট  এলোকেশন  করা  হয়েছে  ৬৫ ৮৩৭  কোটি  টাকা,  কিন্তু  ক্যাপিটাল  ব্যায়   বাবদ  এত  পর্যন্ত্য সর্বোচ্চ  খরচ  ধরা  হয়েছে  ১.৬০  কোটি  লক্ষ টাকা । এই  বৃদ্ধির  প্রধান  কারন  হল  ১। লাইন   সম্প্রসারণের  জন্য  বরাদ্দ  হয়েছিল  ৭১৫৫  কোটি  টাকা। ২। গেজ  পৰিৱর্ত্তনের   জন্য  ২,২০০  কোটি  টাকা  ৩। দ্বিতীয়  রেললাইন  তৈয়ারী   জন্য  ৭০০  কোটি  টাকা   ও  ৪। রেলিং  স্টকের  জন্য  ৬১১৪.৮২  লাখ   কোটি  টাকা।