রক্ষণ সংগঠন মজবুত করাই হাবাসের লক্ষ্য
এ টি কে মোহনবাগানের স্পেনের কোচ হাবাস রক্ষণে বেশি নজর দিচ্ছেন।তাঁর চিন্তা রক্ষণ মজবুত করে আক্রমণে যাওয়া। =এবার তিনি দলে পেয়েছেন তিরি, শুভাশিস বসু ও সন্দেশ জিঙ্ঘানকে। প্র্যাক্টিসে তিনি সন্দেশ ও তিরি কে একসঙ্গে খেলাচ্ছেন। সঙ্গে পরীক্ষা করছেন সুমিত রাঠীকে। প্রবীর দাসকে...
এএফসি লাইসেন্সিং পেলো মোহনবাগান
এএফসি লাইসেন্সিয়ে মোহনবাগান পাস্ করলেও ইস্টবেঙ্গল,ওড়িশা সহ আরো কিছু টিম ব্যর্থ হয়েছে। তবে এবার এএফসি করোনার জন্য অনেকটা ছাড়ের ব্যবস্থা রেখেছে ইস্টবেঙ্গল এবারে শেষ মুহুর্তে শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কাগজপত্র জমা করেছে। সোমবার ফেল করা টিমগুলিকে মুচলেকা দিতে হবে যে তারা ২০২১...
ড্র করল এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগান শুক্রবার হায়দরাবাদের সঙ্গে ১-১ ড্র করল। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল। ৫৪ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে দুজনকে পরাস্ত করে গোল করেন মানবীর সিংহ । কিন্তু ১০ মিনিটের মধ্যেই হায়দরাবাদ গোল শোধ করে দেয়। নিখিল পূজারীকে বক্সে ফাউল করেন মনবীর।পেনাল্টি থেকে গোল শোধ করেন ভিক্টর। আজ হায়দরাবাদের সান্তনা ও লুইস খেলেননি। সুব্রত পাল ও অনেক গোল বাঁচিয়েছে। মোহনবাগানের ৫ ম্যাচে ১০ পয়েন্ট।
আজ মোহনবাগান বনাম বেঙ্গালুরু
আজ মুখোমুখো রয় কৃষ্ণ ও সুনীল ছেত্রী।মোহনবাগান এখনো ৬ ম্যাচ খেলে চারটি জিতেছে ও ১টি ড্র করেছে। হেরেছে মাত্র একটিতে। বেঙ্গালুরু কোন ম্যাচে হারেনি।তারা তিনটি জিতেছে ও তিনটি ড্র করেছে। হাবাস বলেন তাদের লক্ষ্য ভালোভাবে মার্কিং করা...
জাভি হার্নান্দেজ
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এটিকে মোহনবাগান এফসি এই বছর আসন্ন হিরো আই এস এলে খেলানোর জন্য মোহনবাগানে সই করেন। জাভি হার্নান্দেজ গত বারের চ্যাম্পিয়ন এটিকে এফসি দলের খেলোয়াড় ।এই বছর খেলা হলো তিনি টানা...
এটিকে মোহনবাগান যুক্ত হয়ে খেলবে আইএসেলের আগামী লীগ
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগামী ২০ নভেম্বর গোয়া তে অনুষ্ঠিত হতে চলা হিরো আইএসএল লিগে মোহনবাগান-এটিকের সঙ্গে যুক্ত হয়ে খেলবে এটিকে মোহনবাগান নামান ।এটিকে ক্লাব একক ভাবে গত হিরো আইএসএল লীগের চ্যাম্পিয়ন টিম ।এই...
মোহনবাগান বনাম চেন্নাই
চেন্নাইর ব্রাজিলীয় মাঝমাঠের খেলোয়াড় ক্রিভেলারো গোল করতে ও করাতে সমান দক্ষ। এবছরের প্রথমদিকে কলকাতায় তিনি প্রায় একাই এটিকে কলকাতাকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে যান। সে ম্যাচ জিতেছিল চেন্নাই। হাবাস জানেন এই খেলোড়াটিকে আটকাতে পারলেই ম্যাচ হাতে চলে আসবে। দলের খেলোয়াড়দের হাবাস বলেছেন আত্মতুষ্টির কোন জায়গা নেই। লম্বা পথ অনেক দূর যেতে হবে। চেন্নাই কোচ বলেন তার হাতেও অনেকে গোল করার অস্ত্র আছে।
গ্লেন মার্টিন্স য়ের যোগদানে এটিকে মোহনবাগান আরো শক্তিশালী হলো
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গ্লেন মার্টিন্স য়ের যোগদানে এটিকে মোহনবাগান ক্লাব খুব শক্তিশালী দলে পরিণত হলো ।২৬ বছর বয়েসী খেলোয়াড় মার্টিন্স এর আগে ২০১৯-২০ মরশুমে গোয়ার চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিল হিরো আই লীগ...
কলকাতা ডার্বি এক ঝলকে
এবারে শতবর্ষ ইস্টবেঙ্গলে। ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে। এর আগে অনেক ডার্বি হয়েছে। ১৯৬৭ সালের ডার্বিতে ইডেনে ইস্টবেঙ্গল হারায় মোহনবাগানকে ২-১ গোলে। ১৯৭৬ এ ১৭ সেকেন্ডে আকবরের করা গোলে মোহনবাগান কলকাতা লীগ জিতেছিল দীর্ঘ ৬ বছর পরে। ১৯৯৭ সালে এক লক্ষ ৩১...
সবুজ মেরুনকে প্রতিপক্ষ্যভাবতে অবাক লাগছে ভিকুনার
গত মরসুমে শুরুটা ঠিকমত না হলেও পরে একদম আই লীগ চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের মনে চিরতরে রয়ে গেছেন। সেই ভিকুনাই আজ নামছেন কেরালার কোচ হয়ে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। তিনি জানান মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি অবাক হয়ে থাকবেন কারণ তার আবেগ ও অনুভূতি এই টিমকে ঘিরে। তবে তিনি পেশাদার এবং কেরালাকে জয়ী করানোই তাঁর লক্ষ্য থাকবে। তিনি সুন্দর ফুটবল উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন আর তাঁর বিশ্বাস ভালো ফুটবল খেললে ফলও ভাল হবে।